Wednesday, 13 December 2017

বাসবো ভালো ১২ মাস....

বাসবো ভালো বারো মাস!

গল্প তো সবাই লিখে!
কবি তো সবাই নয়! 
ভালো তো সবাই বাসে! 
সবাই তো প্রেমিক বা (প্রেমিকা) নয়!
হাজারো গল্পের ভীড়ে একজন কবি থাকে! 
যার রং তুলি দিয়ে কবিতার বুকে ফুটিয়ে তোলে হাজারো কথা মালা!
কাউকে ভালোবেসে ভূলে যেওনা! 
কিছু কবির অক্লান্ত পরিশ্রমের সাহিত্যের কথা মালা লুট হয়ে যায়! স্বপ্নগুলো প্রাণ হারায় কবি থেকে সাহিত্যের দূরুত্ব থাকায়! 
নয়তো অামি কবি" নয় কোন উপন্যাস! 
স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে' বাসবো ভালো ১২ মাস!

ক্লান্তি ভরা এলগনে "চাঁদ মামা হাঁসে ঐ দূর অাঁকাশে অাঁধার এলে ঘনিয়ে  !
স্বপ্ন দেখি কবিতা লিখি সে তো তোমারই জন্য! 
অাঁকাশের তারাগুলি মিটি মিটি জ্বলে"

রাতের অাধারে হৃদয় নীড়ে যে স্বপ্নের জন্ম হয়েছে তারই জন্য অাপেক্ষা অার প্রতিক্ষা সে তো শুধু তোমারই জন্য

No comments:

Post a Comment