Monday, 14 November 2016

এ্যলোমেল ভাবণা

বুকের ভেতরে কোথায় যেন পাথরের মত ভার চেপে বসে আছে। লুকোনো সেই জায়গা থেকে একদলা অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু’চোখ ফেটে বেরুতে চাইছে। আচ্ছা বলো, তুমি যদি আমাকে না ভালোবাসো, তবে আমি কাকে ভালবাসবো? 
তুমি জানো? তোমায় নিয়ে দেখা হাজারটা স্বপ্নের ভীরে মাঝে মাঝে নিজেকেই হারিয়ে ফেলি। যখন আমার লেখনীশক্তির শেষবিন্দু দিয়ে কুলোয় না, তখন মনের ভাঙ্গা আয়নায় আবছাভাবে তোমার মুখ দেখি। কি অপরূপ সুন্দর নিষ্পাপ চাউনি!
জানি, তুমি আসবে, আমায় আগের মত ভালবাসবে। আমার অপেক্ষার প্রহর যতই দীর্ঘ হোক না কেন, আমি জানি, তোমাকে আসতেই হবে, শুধু আমার জন্য। যদি তুমি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চাও, তবে একদিন হয়তো দেখবে কালের স্রোতে হারিয়ে গেছি আমি।
শুধু তুমি একা বসে থাকবে রাতের নীলাভ কালো আকাশের নিচে, আর আমি, সেই আকাশের ছোট্ট একটি মিটিমিটি তারা হয়ে তোমার পানে চেয়ে থাকবো! তখন তুমি বুঝবে, ভালবাসার মানুষটা হারিয়ে গেলে কতটা কষ্ট হয়। একদিন তুমি সব জানতে পারবে, আমি তোমায় কতটা ভালবেসেছিলাম,  কিন্তু সেদিন হয়তো আমি আর থাকব না, হারিয়ে যাব।
তুমি যখন আমার সাথে কথা বলতে চাও না, তখন শুধু দুঃখ আর বিষাদ মাখানো কয়েক ফোঁটা অশ্রু বেয়ে পড়ে দু’চোখ বেয়ে, আর ভাবতে পারি না তখন… নিজেকে বড়ই একা মনে হয়, মনে হয়, প্রচণ্ড একাকীত্ব যেন আমায় গ্রাস করেছে…! একটাই অনুরোধ, হারিয়ে ফেলো না আমাকে! আমি হারাতে চাই না! দূরে সরে যেতে চাই না! তোমাকে খুব বেশি ভালবাসি আমি
… এর চেয়ে কোনও সত্য আপাতত আর জানিনা!!
 এলোমেলো ভাবনা (২)

“সাদাপরী, কেমন আছো? কি করছো? এখনো কি আকাশে উড়ছো? নাকি কোন নীলপদ্মে স্নান করছো সব পরীরা দলবেঁধে? কেন জানি দলবেঁধে থাকলেও তুমি তো আমার চোখে আলাদা হয়ে ধরা পড়ো!  একটা কথা তোমায় বলব বলব ভাবছি। সময়ের অভাবে, নানা ব্যস্ততা মিলিয়ে আর বলা হয়ে ওঠে না। তোমরা পরীরা তো শুধু উড়ে আর ঘুরেই বেড়াও! মানুষের যন্ত্রণা তো আর বুঝলে না! 
আচ্ছা সাদাপরী, ভুল আর শুদ্ধ মিলিয়েই তো মানুষ, তাই না? কিন্তু পরীরা কি ভুল করে? আমার ধারণা, হয়তো কখনো কখনো করে!  মানুষের জীবনে অনেক ভুলত্রুটি হয়, তবুও সেসব পেরিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। একটা সুন্দর জীবন সবাইকে হাতছানি দিয়ে ডাকে, সেই সুন্দর জীবনটাকে যারা অর্জন করে নিতে পারে তারাই বেঁচে থাকার প্রকৃত স্বার্থকতা খুঁজে পায়, বুঝেছো? এই জিনিসই তো শিখছি ছোটবেলা থেকে!
পরীরা কি করে? পরীদের ক্ষেত্রে কেমন হয়?  আচ্ছা, ভালবাসা নিয়েও তো তোমায় অনেককিছুই বলি। জানি না তুমি বোঝো কিনা। আমি এক সামান্য মানুষ, মানুষের ভাষা তুমি বোঝো কিনা সেটাও তো জানি না! সারাদিনের ঝামেলা আর পড়ালেখা শেষে একমুহূর্তের জন্য ফেসবুক নামক যান্ত্রিক মাধ্যম নিয়ে বসলাম, যদি তুমি আমার স্ট্যাটাসের অর্থ বুঝতে পারো!  প্রকৃত ভালবাসা জীবনের প্রতিমুহূর্তে জায়গা করে নেয়। যার অনুভূতিগুলো হয় অসাধারণ। একটা সুন্দর ও পবিত্র ভালোবাসার সম্পর্কের মধ্য দিয়েও সৃষ্টিশীল-সৃজনশীল অনেক কিছু করা যায়।
আমার বিশ্বাস কি জানো? সেই সম্পর্কটাই হয় চিরস্থায়ী। শুধুমাত্র সময়ের প্রয়োজনে বা সময় কাটানোর জন্য যারা ‘ভালবাসা’র কথা বলে, সেটা আসলে ভালবাসা নয়।  কাউকে দেখে
ন্যের চাইতে আমার স্বপ্নগুলোর মধ্যে ভিন্নতা খোজার চেষ্টা করেছি, এবং পেয়েছি!
আমার চোখে পৃথিবীর সবচাইতে ভাল মেয়েটা তুমি। তুমিই আমার কাছে সবার চাইতে আলাদা। সাদাপরী, পৃথিবীর সবচেয়ে ভাল মেয়েটা হতে পারবে না তুমি? নিশ্চয়ই পারবে! আমার সাদাপরীটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি আমি, অনেক! বিশ্বাস করো! জানো, সেদিন এক বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছিল। “তুমি সাদাপরীকে অনেক বেশি ভালোবাসো, তাই না? আমি কোন উত্তর দেইনি। বলেছি, “এটা নিশ্চয়ই মুখে বলে বা টেলিফোনে অথবা ফেসবুকের ছোট্ট কোন মেসেজ দিয়ে বোঝানো যায় না!” ওর পাল্টা প্রশ্ন, “অনেক বেশি ভালোবাসো যে সেটা বলতে লজ্জা করে?” আমি বললাম, “নাহ। লজ্জা করে না। বরং সাদাপরী এমনই একজন যে আমার ভালবাসার মানুষ তা নিয়ে চিৎকার করে গর্ব করতে ইচ্ছা করে!” ‘পারফেক্ট’ বলে একটা শব্দ আছে। যার অর্থ একেকক্ষেত্রে একেকরকম। সম্পর্কের ক্ষেত্রে হয়তো এই শব্দ দিয়ে যোগ্যতা বোঝানো হয়। সাদাপরী জন্য হয়তো আমি ‘পারফেক্ট’ নই, কিন্তু আমি ‘পারফেক্ট’ হওয়ার সব চেষ্টাটুকু করব…!
জানি না তোমার মনে সামান্য জায়গা করতে পেরেছি কিনা। পরীদের মন কেমন হয় সেটাও তো এখনো বুঝে উঠিনি! তবে একটুও যদি জায়গা করতে পারি, সেটাও আমার জন্য অনেক বড় অর্জন হবে, যা দেখা যায় না, ছোয়া যায় না, কিন্তু অনুভব করা যায়!  তুমি কখনো আমাকে ভাল না বাসতে চাইলেও আমি সবসময়ই ভালবাসব। আমি যে তোমাকে সীমাহীন ভালবাসি সাদাপরী! আমার মন যে সবসময় শুধু তোমাকে নিয়ে ভাবে! দুষ্ট সাদাপরীটা এসে আমার মনটাই চুরি করে নিয়ে আবার উড়ে চলে গেছে!” 
কল্পনায় সীমাহীন ভালোবাসি তোমায়…

No comments:

Post a Comment