আমার মনের সব রঙ মিশিয়ে,
তোমার ছবি এঁকেছি হৃদয়ে।
আমার ভাবনার সর্বোচ্চ শক্তি দিয়ে ভেবেছি তোমায়,
শুধু তোমারি জন্য বিন্দু বিন্দু ভালোবাসা জমাই,
সুখ পাখির ডানায় চড়ে তুমি আমি উড়ে বেড়াই।
তোমাকে ঘিরে আমার সব কথাগুলো হয় কবিতা,
চোখ বুঝলেই দৃশ্যমান হয় আমার হৃদয়ে আঁকা তোমার ছবিটা।
তুমি রোজ রাতে চুপি চুপি আসো আমার স্বপনে,
মন চায় চেয়ে থাকি তোমারি চোখের পানে,
হারিয়ে যাই অজানায় দুজনায়,খুব গোপনে।
আমার গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে,
কখনো তুমি সেখানে যাওনি বটে,
তবে গেছো তুমি আমার কল্পনায় আমার সবুজ গ্রামে।
সেখানে তুমি বাঙালি বধুর সাজে সেজেছো,
কচি ধান ক্ষেতের সরু আঁল দিয়ে হেটে গেছো।
অবাক হয়ে মুগ্ধ নয়নে দেখেছি তোমায় আমি,
মনে হলো আজ বাড়িয়ে দিয়েছো বাংলার সৌন্দর্য্য তুমি।
আমি তোমায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি।
Monday, 25 December 2017
অামি তোমায় ভালোবাসি!
Wednesday, 20 December 2017
এখন অনেক রাত খোলা অাকাশের নিচে!
এখন অনেক রাত...
খোলা অাকাশের নিচে...
জীবনের অনেক অায়োজন...
অামায় ডেকেছে...
তাই অামি বসে অাছি...
দরজার ও পাশে...
অাবেগী এমন রাতে...
ভূল করেই এই পথে...
এসে যদি ফিরে যায় অামায় পেয়ে...
তাই অামি বসে অাছি...
দরজার ও পাশে ....
চলে যাওয়া সে পথে...
ঝিড়ি ঝিড়ি বাঁতাসে...
অামার এই কাঁদে...
তোমায় না পেয়ে...
তাই অামি বসে অাছি দরজার ও পাশে...
Wednesday, 13 December 2017
বাসবো ভালো ১২ মাস....
বাসবো ভালো বারো মাস!
গল্প তো সবাই লিখে!
কবি তো সবাই নয়!
ভালো তো সবাই বাসে!
সবাই তো প্রেমিক বা (প্রেমিকা) নয়!
হাজারো গল্পের ভীড়ে একজন কবি থাকে!
যার রং তুলি দিয়ে কবিতার বুকে ফুটিয়ে তোলে হাজারো কথা মালা!
কাউকে ভালোবেসে ভূলে যেওনা!
গল্প তো সবাই লিখে!
কবি তো সবাই নয়!
ভালো তো সবাই বাসে!
সবাই তো প্রেমিক বা (প্রেমিকা) নয়!
হাজারো গল্পের ভীড়ে একজন কবি থাকে!
যার রং তুলি দিয়ে কবিতার বুকে ফুটিয়ে তোলে হাজারো কথা মালা!
কাউকে ভালোবেসে ভূলে যেওনা!
কিছু কবির অক্লান্ত পরিশ্রমের সাহিত্যের কথা মালা লুট হয়ে যায়! স্বপ্নগুলো প্রাণ হারায় কবি থেকে সাহিত্যের দূরুত্ব থাকায়!
নয়তো অামি কবি" নয় কোন উপন্যাস!
স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে' বাসবো ভালো ১২ মাস!
স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে' বাসবো ভালো ১২ মাস!
ক্লান্তি ভরা এলগনে "চাঁদ মামা হাঁসে ঐ দূর অাঁকাশে অাঁধার এলে ঘনিয়ে !
স্বপ্ন দেখি কবিতা লিখি সে তো তোমারই জন্য!
অাঁকাশের তারাগুলি মিটি মিটি জ্বলে"
স্বপ্ন দেখি কবিতা লিখি সে তো তোমারই জন্য!
অাঁকাশের তারাগুলি মিটি মিটি জ্বলে"
রাতের অাধারে হৃদয় নীড়ে যে স্বপ্নের জন্ম হয়েছে তারই জন্য অাপেক্ষা অার প্রতিক্ষা সে তো শুধু তোমারই জন্য
Subscribe to:
Comments (Atom)